Home বিনোদন আমি ভালো আছি, কেউ চিন্তা করো না: হাসপাতাল থেকে নুসরাত

আমি ভালো আছি, কেউ চিন্তা করো না: হাসপাতাল থেকে নুসরাত

হাসপাতালে অসুস্থতা নিয়ে ভর্তি হয়েছেন নুসরত জাহান, সোমবার দুপুরে সেখান থেকেই ফোনে কথা বললেন নুসরত। বললেন,’ভাল আছি আমি! কেউ চিন্তা কোরোনা আর। আমি তো লাঞ্চ খাচ্ছি এখন।’ শান্ত গলায় বললেন তিনি।

রাজনীতি। নতুন ছবি ‘অসুর’-এর প্রমোশন। নিখিলের পারিবারিক ব্যবসায় সাহায্য। সংসারের দায়িত্ব। ছুটে ছুটে টাকি যাওয়া। এত কিছুর দায়িত্বে কিছুটা ক্লান্তও তিনি।

তবে সে সব কিছুর পরোয়া না করেই নুসরত হেসে বললেন, ‘আমার অ্যাজমার প্রবলেম তো আছেই, কাল রাতে প্রচন্ড বাড়াবাড়ি শুরু হয়। তাই হসপিটালে আসতেই হলে। তবে এখন অনেক বেটার লাগছে। আর কিছুক্ষণ পরই বাড়ি ফিরে যাব। আবার কাজ শুরু হবে।’