Home খেলাধুলা আবারও ইনজুরিতে মেসি

আবারও ইনজুরিতে মেসি

স্পানিশ লা লিগায় নতুন মৌসুমে প্রথমবারের মত শুরুর একাদশে ছিলেন লিওনেল মেসি। গতকাল ভিলারিয়ালের বিপক্ষে ম্যাচে শুরু থেকেই ছিলেন বার্সালোনার এই তারকা।

ম্যাচের শুরুতেই তার পাস থেকেই গোল করে দলকে এগিয়ে দিয়েছিলেন গ্রীজম্যান। প্রথমবারের মত মাঠে দেখাগেছে মেসি, সুয়ারেজ, গ্রীজম্যান জুটি। কিন্তু সেটাও সুখকর হল না।

এই ম্যাচেই ইনজুরিতে পড়েছেন লিওনেল মেসি। ম্যাচের প্রথমার্ধটাই খেলেছেন তিনি। দ্বিতীয়ার্ধে আর মাঠে নামেননি তিনি। তার পরিবর্তে তখন মাঠে নামেন দেম্বেলে।

ইনজুরি থেকে ফেরা মেসি বাম পায়ে ফের অস্বস্তি অনুভব করেন। তাই তাকে ফের উঠিয়ে নেয়া হয়।

জানা গেছে মেসির এই ইনজুরিটা অন্য জায়গায়। অর্থাৎ কিছুদিন আগে পায়ের যে অংশে ইনজুরি ছিলেন এই ইনজুরি একই স্থানে নয়।

কিন্তু মেসির ইনজুরি কতটা গুরুতর?

ম্যাচ শেষে ভালভার্দে বলেন, মেসি অস্বস্তি অনুভব করছিল। তাই আমরা ঝুঁকি নিতে চাইনি বলে তাকে তুলে নিয়েছি।