Home সারাদেশ আবরারের নামেই নিজের ছেলের নাম রাখলেন পুলিশ কনস্টেবল

আবরারের নামেই নিজের ছেলের নাম রাখলেন পুলিশ কনস্টেবল

শিবির সন্দেহে ছাত্রলীগের বেধরক পিটুনীতে নিহত হোন আবরার ফাহাদ। এরপরেই এই নিয়ে চলছে আলোচনা-সমালোচনার। এবার আবরারের নামেই নিজের ছেলের নাম রাখলেন পুলিশ কনস্টেবল।

এই ঘটনার মধ্যে বাংলাদেশ পুলিশ বাহিনীর কনস্টেবল শামীম হাসানের প্রথম পুত্র সন্তান জন্ম নেয়। বর্তমানে তিনি র্যা বে কর্মরত আছেন। বুধবার দুপুর সাড়ে ১২ টায় রাজধানীর একটি হাসপাতালে জন্ম নেয় তার প্রথম সন্তান। তিনি তার পুত্র সন্তানের নাম রেখেছেন আবরার ফাহাদ। যে নামটি এখন সারাদেশের মানুষের মুখে মুখে।

পুত্র সন্তান জন্ম নেয়ার পর কনস্টেবল শামীম ফেসবুক স্ট্যাটাসে লেখেন, আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ মেহেরবানিতে আজ (বুধবার) আমি পুত্র সন্তানের বাবা হলাম। মাশাআল্লাহ আমার সন্তানের নাম রেখেছি,এই মুহুর্তে সবার প্রিয় দেশের প্রথম ভাবনা শহীদ এর নামের প্রতি সম্মান রেখে ‘আবরার ফাহাদ।’