Home খেলাধুলা আক্রমন ভাগের সেরা তিন তারকাই নেই বার্সার

আক্রমন ভাগের সেরা তিন তারকাই নেই বার্সার

স্পানিশ লা লিগায় টানা তৃতীয় ম্যাচ মিস করতে যাচ্ছে বার্সালোনার সবচেয়ে বড় তারকা লিওনেল মেসি। ওসাসুনার বিপক্ষে ম্যাচের স্কোয়াডেও নেই বার্সালোনার সবচেয়ে বড় এই তারকা।

লিওনেল মেসি এখনো ইনজুরি থেকে পুরোপুরি সেরে উঠতে পারেনি। তাই তাকে নিয়ে কোন রকম ঝুঁকি নিতে নারাজ কোচ ভালভার্দে।

মেসির সাথে সাথে দলে নেই সুয়ারেজ ও দেম্বেলে। তারা দুজনেও ইনজুরির কারণে নেই দলে। এছাড়াও গতম্যাচে মাঠে নামা জুনিয়র ফিপ্রোও নেই এই ম্যাচের স্কোয়াডে। তিনিও ইনজুরি। বাদ পড়েছেন কার্লস অ্যালেনা। তবে তিনি বাদ পড়েছেন ট্যাকনিক্যাল কারনে।