Home খেলাধুলা অলিখিত পরীক্ষার সামনে দাঁড়িয়ে মোস্তাফিজ

অলিখিত পরীক্ষার সামনে দাঁড়িয়ে মোস্তাফিজ

চলতি জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) প্রথম রাউন্ডে খেলতে পারেননি পেসার মোস্তাফিজুর রহমান। তবে খুলনার হয়ে দ্বিতীয় রাউন্ডে খেলবেন মোস্তাফিজ। তবে সেখানে রয়েছে একটি শর্ত।

দিনে ১৫ ওভারের বেশি বোলিং করতে পারবেন না মোস্তাফিজ। আজ এমনটিই জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু। মোস্তাফিজের ব্যাপারে এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন ফিজিও।

এ প্রসঙ্গে নান্নু বলেন, ‘ফিজিও আমাদেরকে একটা গাইডলাইন দিয়েছে। প্রথম ম্যাচ থেকে খেলার কথা ছিল কিন্তু ওর গোড়ালিতে একটু সমস্যা আছে। ফিজিও বলেছিল, গোড়ালিতে পুরো লোড না নিতে পারলে সে খেলতে পারবে না।’

তিনি আরো বলেন, ‘এখন সে ফিট হয়ে উঠেছে। এখন দেখার বিষয় দুই ইনিংস মিলিয়ে কত ওভার বোলিং করতে পারে সে। আরেকটা গাইডলাইন দিয়ে দিয়েছে যে, ১৫ ওভারের বেশি বোলিং করতে পারবে না। সেই হিসেবে আমরা দেখব। এরপর ওর ফিটনেস দেখে চিন্তা করা হবে।

সে কতটুকু বোলিং করতে পারবে বা টানা দুটি টেস্ট ম্যাচ খেলতে পারবে কিনা, এটা সম্পূর্ণ টিম ম্যানেজম্যান্টের সিদ্ধান্ত। ভারত সফরের আগে এনসিএলে তার ফিটনেস বোঝা যাবে।’