বলিউডের তারকাদের নিয়ে সমালোচনার কোন শেষ নেই। একের পর এক গুঞ্জন হয়েই চলেছে। সম্প্রতি অভিনেত্রী সোনাক্ষী সিনহার বাড়িতে পুলিশ মোতায়েন করা হয়েছে তদন্তের স্বার্থে।
তার বিরুদ্ধে প্রতারনার অভিযোগ উঠেছে। আর সেই কারনেই তদন্ত করতেই পুলিশ যায় সোনাক্ষীর বাড়িতে। জানা গেছে, ২০১৮ সালের ফেব্রুয়ারিতে নয়া দিল্লীর একটি অনুষ্ঠানে অংশ গ্রহণের জন্য তিনি ২৪ লাখ টাকা বুকিং নিয়েছিলেন ওই অনুষ্ঠানের ম্যানেজমেন্ট কাছ থেকে। কিন্তু বুকিং নিয়েও শেষ পর্যন্ত ওই অনুষ্ঠানে অংশ গ্রহন করেননি তিনি। বুকিং নেওয়া সেই টাকাও ফেরত দেননি বলে জানিয়েছেন ওই ইভেন্ট ম্যানেজমেন্ট।
আর এই প্রতারণার জের ধরেই গত বৃহস্পতিবার সোনাক্ষীর বাড়িতে যায় মোরাদাবাদ পুলিশ। কিন্তু বাড়িতে গিয়ে তাকে না পেয়ে ঘণ্টা খানেক অপেক্ষা করে ফিরে যায় পুলিশ।
তবে সোনাক্ষীর মুখপাত্র তার বিরুদ্ধে আনা এই অভিযোগ অস্বীকার করে বলেন, একটি ভারতীয় সংবাদমাধ্যমকে তিনি বলেন, সোনাক্ষী তার নয় বছরের ক্যারিয়ারে সবসময়ই সততা ও নিষ্ঠার সাথে কাজ করেছেন। অভিযোগকারী যা বলছেন, এর সবই অসত্য এবং ভিত্তিহীন। গণমাধ্যমে সোনাক্ষীর নিষ্কলঙ্ক খ্যাতি নষ্ট করতে কুৎসা রটিয়ে চাঁদাবাজির একটি কৌশল এটা।