Home খেলাধুলা অনন্য কীর্তিতে ব্র্যাডম্যানের পাশে নাম লেখালেন রোহিত

অনন্য কীর্তিতে ব্র্যাডম্যানের পাশে নাম লেখালেন রোহিত

ঘরের মাটিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথম ম্যাচে আজ মাঠে নামে ভারত। এই ম্যাচ দিয়েই ভারতের টেস্ট জার্সিতে ওপেনিংয়ে অভিষেক হয় রোহিত শর্মার। ভারতের ওয়ানডে দলের ওপেনার রোহিত প্রথমবারের মতো টেস্টে ওপেন করেন।

আর প্রথমবারের মতো টেস্টে ওপেন করতে নেমেই সেঞ্চুরি হাঁকান তিনি। ১৫৪ বলে ১০ চার ও ৪ ছয়ে সেঞ্চুরি পূর্ণ করেন তিনি। তবে দিনশেষে ১১৫ রানে অপরাজিত আছেন রোহিত। এবার অনন্য এক কীর্তি গড়েছেন রোহিত।

সেঞ্চুরি হাঁকিয়ে অস্ট্রেলিয়ান কিংবদন্তি ডন ব্র্যাডম্যানের পাশে নাম লেখালেন তিনি। ঘরের মাঠে অন্তত ১০ টেস্ট বা তার বেশি খেলা ক্রিকেটারদের মধ্যে সবচেয়ে বেশি গড় এখন যৌথভাবে ব্র্যাডম্যান ও রোহিতের।

আজ সেঞ্চুরি হাঁকিয়ে টেস্টে নিজের ব্যাটিং গড় ৯৮.২২ এ নিয়ে গেছেন রোহিত। যা কিনা অজি কিংবদন্তি স্যার ডোনাল্ড ব্র্যাডম্যানের ঘরের মাঠে টেস্ট গড়ের সমান।