Home খেলাধুলা অথচ এই মোসাদ্দেককে নাকি বানানো হতো টি-২০ অধিনায়ক!

অথচ এই মোসাদ্দেককে নাকি বানানো হতো টি-২০ অধিনায়ক!

ভারত সফরে গিয়ে ব্যর্থ হলেন মোসাদ্দেক। আগের ম্যাচে নিজেকে প্রমাণ করতে না পারলেও ২য় ম্যাচে এসে নিজেকে নেগেটিভ কাতারেই নিয়ে গিলেন তিনি।

স্লগ ওভারে তার রান না করানোর কাওণেই হারতে হয় বাংলাদেশ দলকে। আর এই কারণেই যে পুরোপুরিই ব্যর্থ হতে হয় তাকে। অথচ এই সফরের টি-২০ অধিনায়ক হিসেবে নাম উঠেছিলো মোসাদ্দেক সৈকতের। এরপরেই যে শুরু হয়ে যায় তীব্র আলোচনা-সমালোচনার।

আর এই সফরেই যদি মোসাদ্দেক অধিনায়ক হতেন তাহলে তার অনাভিজ্ঞতা কতোটা ভোগাতো বাংলাদেশ দলকে সেটাও এখন দেখার বিষয় হয়ে দাঁড়িয়েছে।